Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুলাই ২০১৫

সমাপ্ত প্রকল্প

২০০৫ সাল থেকে ২০০৯ সাল মেয়াদে “Small Scale Entrepreneurship Development in Diversified Jute Products (CFC/IJSG/ 18)” শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন। প্রকল্পটি কমন ফান্ড ফর কোমোডিটিস (CFC)-Gi অনুদানে এবং ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ (বিলুপ্ত IJSG) এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়। এই প্রকল্পের আওতায় এসএমই উদ্যোক্তাদের সহজে ও সুলভমূল্যে প্রয়োজনীয়কাঁচামাল যেমন- পাটের সুতা, ফেব্রিক্স এবং এক্সেসরিজ সরবরাহের জন্য কাঁচামাল ব্যাংক (RMB) স্থাপন করা হয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে বেশী পরিমানে বহুমুখী পাটপণ্য উৎপাদনের কাঁচামাল সরাসরি ক্রয় করা সম্ভব হয়না বিধায় তাদের জন্য কাঁচামাল প্রাপ্তি সহজ করার জন্যই কাঁচামাল ব্যাংক স্থাপন করা হয়েছে। পাটপণ্য উদ্যোক্তারাও এ থেকে খুব উপকৃত হচ্ছে।